ঢাকা, রবিবার, ৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোর্তোয়াকে ছাড়াই ইউরোতে বেলজিয়াম
অনলাইন ডেস্ক

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪–এর জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল বেলজিয়াম। যেখানে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়ার। 

হাঁটুর ইনজুরির কারণে লম্বা সময়ে বাইরে থাকতে হয়েছিল কোর্তোয়াকে। যদিও মৌসুমের শেষ দিকে মাঠে ফেরেন তিনি। কিন্তু কয়েক ম্যাচ খেলে জাতীয় দলের হেড কোচ দমিনিকো তেদেস্কোর মন গলাতে পারেননি। অবশ্য গত মাসেই কোর্তোয়াকে ইউরোর দলে না নেওয়ার কথা জানান তেদেস্কো।

আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হবে ইউরো। যেখানে বেলজিয়াম রয়েছে ই গ্রুপে। ১৭ জুন স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে রেড ডেভিলরা। গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ ইউক্রেন ও রোমানিয়া।

বেলজিয়ামের ইউরো স্কোয়াড

গোলরক্ষক: কোয়েন কাস্তিলস, থমাস কামিনস্কি, মাৎস সেলস।

ডিফেন্ডার: তিমোথি কাস্তানে, জেনো দেবাস্ত, মাক্সিম ডি কুইপার, ভউত ফাইস, থমাস মুনিয়ের, আর্থুর থিতে, ইয়ান ভার্টনগেন।

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, ওরেল মাঙ্গালা, আমাদু ওনানা, ইউরি তিলেমাস, আর্থুর ভার্মিরেন, আস্তার ভ্রাঙ্কস, আক্সেল উইটসেল।

ফরোয়ার্ড: জোহান বাকায়োকো, ইয়ানিক কারাস্কো, চালর্স ডি কেতেলাইরে, জেরেমি দোকু,  রোমেলু লুকাকু, দোদি লুকেবাকিয়ো, লইস ওপেন্দা, লেয়ান্দ্রো ত্রসার্দ।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর