ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইয়র্কার শেখার গল্প শোনালেন বুমরা
অনলাইন ডেস্ক

পিঠের চোটে বেশ ভুগেছেন ভারতীয় পেসান যশপ্রীত বুমরা। নিউজিল্যান্ড সফল অস্ত্রোপচার, এরপর দীর্ঘ পুনবার্সনপ্রক্রিয়ার পর তিনি মাঠে ফিরতে পেরেছেন।

চোটের পর ভারতীয় দলে ফিরে এখন পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ২৫ ম্যাচে ৬৩ উইকেট নিয়েছেন বুমরা।

এ বছর এখনো কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও সদ্য সমাপ্ত আইপিএলে ২০ উইকেট নিয়ে হয়েছিলেন তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। 

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বুমরা বলেছেন, ‘যেহেতু আমাকে চোটের ধাক্কা কাটিয়ে আসতে হয়েছে, তাই যতটা সম্ভব খেলাটিকে উপভোগ করার দিকে মনোযোগ দিয়েছি। কিছু জিনিস আমার পক্ষে যাবে, কিছু জিনিস পক্ষে যাবে না।'

নিখুঁত ইয়র্কারের বাজিমাত করেন বুমরা। কীভাবে এমন করে সেরা উইকেটশিকারি হয়ে উঠেছেন সেই গল্প শোনালেন বুমরা। তিনি বলেছেন,  ‘বাড়ন্ত বয়সে আমি টেনিস বল ও রাবার বল দিয়ে অনেক খেলেছি, বিশেষ করে গ্রীষ্মকালীন ছুটির সময়ে বন্ধুদের সঙ্গে খেলে খেলে অভ্যস্ত হয়ে উঠেছি। তখন আমার মনে হতো উইকেট শিকারের এটাই (ইয়র্কার) একমাত্র উপায়। আমি ফাস্ট বোলিংয়ের বড় ভক্তও ছিলাম। টেলিভিশনে ফাস্ট বোলারদের (ইয়র্কার) দেখে মুগ্ধ হয়ে যেতাম। আমিও সে রকম কিছু করার চেষ্টা করতাম। টেনিস বল বা রাবার বলই আমার ইয়র্কার শেখার রহস্য কি না, জানি না। কিন্তু প্রতিনিয়ত অনুশীলন চালিয়ে যাওয়ার কারণেই আমি ইয়র্কার ভালোভাবে রপ্ত করতে পেরেছি।’

 

বিডি প্রতিদিন/বুমরাহ



এই পাতার আরো খবর