ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপে ভারতের মূল একাদশে কাদের রাখা উচিত জানালেন গাভাস্কার
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে ভারত দল বেছে নেওয়া হয়েছে তাতে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল খুব ভাল হয়েছে বলে মনে করছেন সুনীল গাভাস্কার। ২০০৭ সালের পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ ভারতের কাছে রয়েছে বলে মনে করছেন তিনি। অধিনায়ক রোহিত শর্মাকে উপদেশও দিলেন প্রথম একাদশ নিয়ে।

২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে সেই প্রতিযোগিতা। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। এ ছাড়াও গ্রুপ পর্বে পাকিস্তান (৯ জুন), আমেরিকা (১২ জুন) এবং কানাডার (১৫ জুন) বিরুদ্ধে খেলবে ভারত। গাভাস্কার বলেন, ‘ভারতীয় দলে তারুণ্য এবং অভিজ্ঞতার ভারসাম্য রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরার সঙ্গে যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত ও শিবম দুবে রয়েছে।’

এক সময় ক্যারিবিয়ান পেসারদের বিনা হেলমেটে সামলেছিলেন গাভাস্কার। কিন্তু এখন সে দেশের পিচ স্পিন সহায়ক। ভারতের এই সাবেক ক্রিকেটার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের পিচ মাথায় রেখে দলে ভারসাম্য রাখতে হবে। দলে তিন জন স্পিনার এবং দু’জন পেসার রাখা উচিত। সেই সঙ্গে হার্দিক পান্ডিয়া রয়েছে। আমার মনে হয় তা হলেই ভারসাম্য তৈরি হবে।’

গাভাস্কারের মতে ভারতীয় দলে এমন ব্যাটারেরা রয়েছেন যারা তিন ধরনের ক্রিকেটই খেলতে পারেন। তিনি বলেন, “দলে একাধিক ব্যাটার রয়েছে যারা তিন ধরনের ক্রিকেটই খেলতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। ভারতের ব্যাটিং লাইন আপটা এমনই।”

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর