ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, বাংলাদেশ পাবে কত?
অনলাইন ডেস্ক

শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৪ সালের আসর। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের বাঘাবাঘা ক্রিকেট দলগুলো লড়াইয়ের ময়দানে নামছে। সবার চোখ শিরোপায়।

সেই সাথে ঘোষণা করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি। টুর্নামেন্টের জন্য মোট প্রাইজমানি ঘোষণা করা হয়েছে ১১.২৫ মিলিয়ন ডলার  (প্রায় ১৩২ কোটি টাকা)। আগের আসরে যা ছিল ৫৬ লাখ ডলার (৬৫ কোটি টাকা)। 

এবার চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার (প্রায় ২৯ কোটি টাকা)। রানার্সআপ দল পাবে হয়েছে ১.২৮ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৫ কোটি টাকা)।

সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৭, ৮৭, ৫০০ মার্কিন ডলার (৯ কোটি ২৪ লাখ টাকা)। সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ২ লাখ ৮২ হাজার ৫০০ ডলার (প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা)।

সেমিফাইনাল ও ফাইনালে জয়ের জন্য প্রতি দল পাবে ৩১ হাজার ১৫৪ ডলার (৩৬ লাখ টাকা)। এ ছাড়া ৯, ১০, ১১ ও ১২ নম্বরে থাকা দল পাবে ২৪৭,৫০০ মার্কিন ডলার (২ কোটি ৯০ লাখ টাকা)। ১৩ থেকে ২০ নম্বরে থাকা প্রতিটি দল ২২৫,০০ ডলার পাবে ( ২ কোটি ৬৪ লাখ টাকা)। সেই হিসেবে বাংলাদেশ কোনো ম্যাচ না জিতলেও ২ কোটি ৬৪ লাখ ডলার পাবে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর