ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্ব আসরে কেন শিরোপা জেতে না বাংলাদেশ? মুখ খুললেন মাহমুদুল্লাহ
অনলাইন ডেস্ক

১৯৯৯ সাল থেকে ওয়ানডে এবং ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত ক্রিকেটের বৈশ্বিক আসরে বাংলাদেশের সাফল্য একেবারেই নগন্যই বলা চলে। বিশ্ব আসরে গিয়ে কেন শিরোপা জিততে পারছে না দল, তাই জানালেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।

আজ বুধবার (৫ জুন) বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে বিশ্বকাপ ভাবনা ও নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেন মাহমুদুল্লাহ। এসময় বিশ্বআসরে শিরোপা জিততে না পারার কারণ জানান রিয়াদ।

এই প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘সুযোগ সবসময় থাকে, কখনও আমাদের চেষ্টার কোনো কমতি থাকে না। ইনশাআল্লাহ হয়তো এবার আমরা ভালো কিছু করব। ট্রফি জিনিসটা এটা আমার মনে হয় যে, একটু ভাগ্যেরও সাহায্য লাগে। আমরা কয়েকটা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম। তবে, দুর্ভাগ্যজনক আমরা পারিনি। আমাদের জন্য একটি সুযোগ রয়েছে বিশ্বকাপে। আমাদের সমর্থন করুন, বিশ্বকাপে যা সম্ভব সবই করব আমরা।’

টাইগার এই তারকা আরও বলেন, ‘২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে না থেকে খুবই খারাপ লেগেছিল। মনে হয়েছিল আমি দলে থাকতে পারতাম। কিন্তু কোনো কারণে হয়নি। সেটার জন্য আমার কোনো আফসোসও নেই। সবসময় যেটা বলি নিজের পারফরম্যান্স দিয়ে দলের জন্য অবদান রাখতে চাই। সবসময় নিজের সর্বোচ্চটাই নিংড়ে দেই।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর