ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মিসবাহ বাবরকে তুলোধুনো করলেন
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তান হেরেছে বহু নাটকীয়তার এক ম্যাচে। তবে কিছুতেই এই পরাজয় মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক কোচ মিসবাহ উল হক। এমন পারফরম্যান্সের জন্য বাবর আজমকে মিসবাহ তুলোধুনো করেছেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, কঠিন পরিস্থিতি সামলানোর কোনো দক্ষতাই নেই বাবরের।

একটি স্পোর্টস ‘শো’-তে মিসবাহ বলেন, ম্যাচের মাঝে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারেননি বাবর। ম্যাচে পাকিস্তানের বেশ কিছু ভুল ধরিয়ে দিয়েছেন দলটির সাবেক এই কোচ।

মিসবাহ বলেছেন, ‌‘গুরুত্বপূর্ণ ম্যাচে রান ডিফেন্ড করার জন্য প্রয়োজনীয় বিচক্ষণতা ও কঠিন পরিস্থিতি মোকাবেলার দক্ষতা বাবরের নেই। এমনকি দল নির্বাচনের ক্ষেত্রেও ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের সময় থেকে আমরা দেখছি যখন কোনো কিছু কাজ করে না তখন সে কোনো সমাধানের খোঁজও করে না। সে ভাবে এমনিই হয়ে যাবে, কিন্তু তা হয় না। আপনাকে একটা সমাধান খুঁজে বের করতে হবে।’

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর