ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের টার্গেট দিল নেদারল্যান্ডস
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ডস। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে কোনোরকম ১০৩ রান করতে পারে ডাচরা।

নেদারল্যান্ডসের ব্যাটারদের মধ্যে বলার মতো রান করতে পেরেছেন কেবল সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট। তিনি ৪৫ বলে ৪০ রান করেছেন। এ ছাড়া লোগান ভ্যান বিক ২২ বলে করেছেন ২৩ রান। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যেই।

বল হাতে দক্ষিণ আফ্রিকার বার্টমান ৪ ওভারে মাত্র ১১ রান খরচে নিয়েছেন ৪ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৪ ওভারের কোটা পূর্ণ করা বোলারদের মধ্যে তৃতীয় সেরা বোলিং ফিগার এটি।

এ ছাড়া মার্কো জ্যানসেন ও এনরিক নরকিয়া পেয়েছেন ২টি করে উইকেট।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর