ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যে আক্ষেপ অস্ট্রেলিয়ার
অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়া ক্রিকেটের সবই জিতেছে। বিশ্ব ক্রিকেটে তারা সেরাদের সেরা। তারপরও একটা আক্ষেপ অজিদের আছে। যেখানে তারা বাংলাদেশের থেকেও পিছিয়ে। 

আর সেই আক্ষেপ হলো সেঞ্চুরি। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সব সংস্করণের খেলা দলগুলোর মধ্যে সেঞ্চুরি নেই কেবল অস্ট্রেলিয়ার ব্যাটারদের। ২০২১ সালে শিরোপা জয়ের বছরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের অপরাজিত ৮৯ রানের ইনিংসটাই এখন পর্যন্ত সর্বোচ্চ। 

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। এবার নবম আসর চলছে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে। ৯ আসরেই খেলা দলের সংখ্যাটাও ৯টি। অস্ট্রেলিয়ার সঙ্গে বাকি ৮ দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই ৮ দলের ব্যাটাররাই সেঞ্চুরি পেয়েছেন। এখন পর্যন্ত ৪৩ ম্যাচ খেলেও তিন অঙ্কের দেখা পাননি শুধু অস্ট্রেলিয়ার ব্যাটাররা।

বাংলাদেশ এই কীর্তি গড়েছে ২০১৬ সালেই। ভারতের ধর্মশালায় ওমানের বিপক্ষে তামিম ইকবাল করেছিলেন অপরাজিত ১০৩ রান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ দলের ১০ জন ব্যাটার সেঞ্চুরি করেছেন। তবে সেঞ্চুরির সংখ্যা ১১টি। দুটি সেঞ্চুরি আছে শুধু ক্রিস গেইলের।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর