ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বোলার র‍্যাংকিংয়ে বড় উন্নতি মুস্তাফিজ-তাসকিনদের
অনলাইন ডেস্ক

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত দারুণ দাপট দেখিয়েছে টাইগার বোলাররা। আইসিসি প্রকাশিত সবশেষ হালনাগাদ র‌্যাংকিংয়ে স্বীকৃতিও মিলেছে। এতে উন্নতি করেছেন দুই টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। লেগ স্পিনার রিশাদেরও উন্নতি হয়েছে।

১০ ধাপ এগিয়ে মুস্তাফিজুর বর্তমানে আছেন ১৩তম স্থানে। আট ধাপ উন্নতি করে তাসকিনের অবস্থান ১৯তম। আর রিশাদ আছেন ২৪ নম্বরে, বিশ্বকাপের আগে এই লেগি ছিলেন ৩০ নম্বর স্থানে।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। অনবদ্য বোলিংয়ে ওই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন রিশাদ। ২২ রানে ৩ উইকেট নেন এই ডানহাতি স্পিনার। কম যাননি মুস্তাফিজুরও। চার ওভারে মাত্র ১৭ রানের দিয়ে তিনিও শিকার করেন ৩ উইকেট।

চোট কাটিয়ে ফেরার পর প্রথম ম্যাচ খেলা তাসকিনও দলের জয়ে অবদান রাখেন ২৫ রানে ২ উইকেট নিয়ে। 

দ্বিতীয় ম্যাচে তিনজনের মধ্যে সেরা ছিলেন তাসকিন। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে অভিজ্ঞ এই পেসারের ঝুলিতে জমা হয় দুই উইকেট। খরুচে হলেও ৩২ রান দিয়ে এক উইকেট নেন রিশাদ। আর কোটার চার ওভারে ১৮ রান দিয়ে মুস্তাফিজুর থাকেন উইকেটশূন্য।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর