ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডাচদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের সমীকরণ মেলাতে মাঠে নামছে নেদারল্যান্ডস ও বাংলাদেশ।  এমন সমীকরণে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ডাচরা। ফলে ডাচদের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করবে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার কাছে হারা ম্যাচের একাদশে কোনো বদল আনেনি বাংলাদেশ। নেদারল্যান্ডস একজন বাড়তি বোলার খেলাচ্ছে। অফ স্পিনার আরিয়ান দত্ত আছেন এ ম্যাচের একাদশে।

টস জেতার পর নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস জানিয়েছেন, অচেনা কন্ডিশনের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নতুন বলে সতর্ক থাকার কথা বলেছেন।

প্রথম দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে নেদারল্যান্ডসও সমান সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট পেয়েছে। তবে নেট রান রেটে কিছুটা পিছিয়ে ডাচরা। সুপার এইটের পথে এগিয়ে যেতে দুই দলের জন্যই এই ম্যাচে জয় সমান গুরুত্বপূর্ণ। 

টুর্নামেন্টে ফর্ম বিবেচনায় ধারণা করা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের বিচারে ডাচদের চেয়ে এগিয়েই থাকবে বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসকে দু’বার হারিয়েছে টাইগাররা। ২০১৬ সালে ধর্মশালায় এবং ২০২২ সালে হোবার্টে ডাচদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে চারবারের সাক্ষাতে ডাচদের বিপক্ষে তিন ম্যাচ জিতেছে টাইগাররা।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর