ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

যে কারণে খুশি রশিদ খান
অনলাইন ডেস্ক

সম্মিলিত চেষ্টায় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত গতিতে উড়ছে আফগানিস্তান। টানা তিন জয়ে সুপার এইটও নিশ্চিত করে ফেলেছে আফগানরা। এমন জয় পেয়েই উচ্ছ্বসিত রশিদ খান।

পাপুয়া নিউ গিনির বিপক্ষে সবশেষ ম্যাচে ৭ উইকেটের জয় পায় আফগানরা। একইসঙ্গে নিউ জিল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের টিকেট পেয়েছে তারা।

২০১০ থেকে বিশ্বকাপে নিয়মিত খেলছে তারা। গত ছয় আসরের মধ্যে ২০১৬ সালে প্রথম ধাপ পেরিয়ে সুপার টেনে উঠেছিল আফগানিস্তান। সেবার সাত ম্যাচে ৪ জয় এখন পর্যন্ত বিশ্বকাপে আফগানিস্তানের সেরা পারফরম্যান্স।

৮ বছর পর এবার প্রথম সুপার এইটে ওঠার পর আফগান অধিনায়ক বললেন, ‌‘পরের রাউন্ডে যেতে পারার অনুভূতিটা দারুণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার সুপার এইটে উঠল আফগানিস্তান। কন্ডিশনের সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিয়ে ছেলেরা দুর্দান্ত খেলেছে।’

রাশিদ খান সাফল্যের নেপথ্যও জানালেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সৌন্দর্য এখানেই। উইকেট সম্পর্কে আপনার একটা ধারণা থাকে। নবি, গুরবাজের মতো বেশ কয়েকজন সেন্ট লুসিয়ায় খেলেছে। যারা এখানে খেলেনি তাদের সঙ্গে সেই অভিজ্ঞতাটা ভাগ করে নিতে হবে।’

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর