ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট পেল যে সাত দেশ
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮-এ জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পেয়ে যায় আয়োজক দেশটি। তাতেই পাকিস্তানকে ছিটকে দিয়ে সুপার ৮-এ ওঠে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা পাকা করে ফেলল তারা। সুপার ৮-এ আমেরিকা ছাড়া যে যে দেশ জায়গা পাকা করেছে, তারা পরের বিশ্বকাপের টিকেটও কেটে ফেলল।

পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৬ সালে। সেই প্রতিযোগিতার আয়োজক শ্রীলঙ্কা এবং ভারত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেসব দল সুপার ৮-এ উঠবে, তারা পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। পরের বিশ্বকাপও হবে ২০ দলের। সেখানকার আটটি দল নিশ্চিত হয়ে যাবে এ বারের সুপার ৮ থেকেই। সেই সঙ্গে দুই আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা তো থাকছেই। ক্রমতালিকায় প্রথম আটটি দলও সুযোগ পাবে পরের বিশ্বকাপ খেলার। এই সব মিলিয়ে মোট ১২টি দল যোগ্যতা অর্জন করবে। বাকি আট দলকে বাছাই পর্ব খেলে জায়গা করে নিতে হবে।

যুক্তরাষ্ট্র এবারের বিশ্বকাপের আয়োজক। সেই দেশ যে সুপার ৮-এ উঠতে পারবে, ভাবতে পারেননি অনেকেই। কিন্তু পাকিস্তানের মতো দেশকে সুপার ওভারে হারিয়ে দিয়ে চমক দেয় আমেরিকা। হারিয়ে দেয় কানাডাকেও। ভারতের বিরুদ্ধে হারলেও আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে হয়নি। তাতে এক পয়েন্ট পেয়ে যায় আমেরিকা। চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে সুপার ৮-এ উঠে পড়ল তারা।

গ্রুপ এ থেকে ভারত এবং পাকিস্তান যোগ্যতা অর্জন করবে বলে মনে করা হয়েছিল। কিন্তু ভারত এবং আমেরিকার কাছে হেরে চাপে পড়ে যায় পাকিস্তান। তারা কানাডাকে হারালেও সুপার ৮-এর রাস্তা খুলতে পারেনি। এখনও একটি ম্যাচ বাকি পাকিস্তানের। খেলতে হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচ জিতলেও চার পয়েন্টের বেশি হবে না বাবর আজমদের। ফলে ভারত এবং আমেরিকা পৌঁছে গিয়েছে সুপার ৮-এ।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর