সুপার এইটে ওঠার মিশনে ব্যাটিং বিপর্যয়ের পর বলতে গেলে দলকে একাই টেনে ম্যাচে ফিরিয়েছিলেন টাইগার পেসার তানজিম সাকিব। এই ম্যাচে ডট বল দিয়ে রেকর্ড গড়েছেন তিনি। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে তিনি নিয়েছেন ৪ উইকেট।
তবে এই ম্যাচে ঘটেছে আরেকটা সাকিবকাণ্ড।
নেপালের ইনিংসে তৃতীয় ওভারের শেষ বলে স্ট্রাইকে দলটির অধিনায়ক রোহিত পৌড়েল। তানজিমের বল ডিফেন্ড করেন রোহিত। তারপরই শুরু হয়ে যায় রোহিতের সঙ্গে তানজিম সাকিবের উত্তপ্ত বাক্য বিনিময়।
পরিস্থিতি শান্ত করেন অপরপ্রান্তে থাকা নেপালি ব্যাটার আসিফ শেখ ও আম্পায়ার স্যাম নোগাসকি। তবে কী কারণে তারা এম বিতণ্ডায় জড়িয়েছিলেন বাইরে থেকে তা পরিষ্কার হওয়া যাচ্ছিলো না।
ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের রোহিতের দিকে তেড়ে যাওয়ার কারণ জানিয়েছেন তানজিম। তিনি বলেছেন, ‘এটা সহজাত ছিল, পরিকল্পনা করে করিনি। সে আমার দিকে আক্রমণাত্মকভাবে তাকিয়ে ছিল, যেটা আমি পছন্দ করিনি। আমি ওকে বলেছি, তুমি আমার দিকে তাকিয়ে আছ কেন?’
নেপালের অধিনায়ক রোহিতও অবশ্য এ নিয়ে কথা বলেছেন। তিনি তানজিম সাকিবের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ করেননি। বরং জানিয়েছেন, দু'জনার মাঝে যা ঘটেছে তা অনেকটা খেলারই অংশ।
বিডি প্রতিদিন/নাজমুল