ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

টাইগারদের নিয়ে কী ভাবছে অজিরা?
অনলাইন ডেস্ক

টাইগার পেস আক্রমণ অস্ট্রেলিয়ান ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে রীতিমতো উড়েছে টাইগার পেসাররা।

তবে অস্ট্রেলিয়ার অধিনায়কের প্রত্যাশা ভিন্ন। তিনি চান মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও তাসকিন আহমেদরা তাদের জন্য চ্যালেঞ্জ না হয়ে উঠুক। তবে টাইগারদের চ্যালেঞ্জ নিতেও মুখিয়ে আছে অজিরা।

বাংলাদেশ পেসারদের নিয়ে মার্শ বলেন, ‘তাদের  অনেক অভিজ্ঞতা আছে, কয়েকজন তরুণ আছে, আর তারা ভালো একটি দল। সুপার এইটে আসার তো কারণ আছে। এর ফলে আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’ 

অস্ট্রেলিয়াকে তিন সংস্করণেই হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০২১ সালে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল টাইগাররা। এ বিষয়ে মার্শ বলেছেন, ‘যারাই বিশ্বকাপের সুপার এইটে এসেছে, তারা নিশ্চিতভাবেই ভালো ক্রিকেট খেলছে। আর আমরা জানি, এমন কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী একটি দল। ফলে তাদের প্রতি আমাদের সম্মান আছে।’

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর