ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হেরে শান্তর কণ্ঠে সেই পুরনো সুর
নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের খেলায় শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। তবে এটা ভাবার মোটেও কারণ নেই যে অজিরা বৃষ্টির কারণেই কপাল গুণে জিতেছে। সোজা কথায় বললে টাইগারদের ব্যাটিং বিপর্যয়ই অজিদের জয়ের পথ সুগম করেছিল আগেই।

১৪১ রানের লক্ষ্য টপকাতে অস্ট্রেলিয়ার যে খুব একটা বেগ পেতে হতো না, তা দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডই বুঝিয়ে দিচ্ছিলেন। যে গতিতে আগাচ্ছিলো অজিরা তাতে ম্যাচটা তারা ১৬-১৭ ওভারেই জিতে যেতো হয়তো। কারণ, বৃষ্টিতে দ্বিতীয়বার খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া ১১.২ ওভারেই ২ উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলেছিল। 

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও তাই কম রান করার আক্ষেপটাই ঝরেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেছেন, ‘উইকেট একটু মন্থর হলেও ভালো ছিল। আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল।’

এদিন শান্তর ব্যাটে ধীর গতিতে হলেও রান এসেছে। ৩৬ বলে ৪১ রান করেছেন তিনি। এ বিষয়ে তিনি বলেছেন ‘দায়িত্ব নেওয়াটা উপভোগ করি। এখন পর্যন্ত ঠিক পথেই আছি। আশা করি, আরও অবদান রাখতে পারব। আজ টপ অর্ডার রান পেয়েছে, যেটা গুরুত্বপূর্ণ ছিল। আগের কয়েকটি ম্যাচে আমরা ভুগেছি। আগের দুই-তিনটি সিরিজ এবং এই বিশ্বকাপেও বোলাররা ভালো করেছে। আশা করি, তারা এটা ধরে রাখবে।’

অ্যান্টিগার এই মাঠেই আগামীকাল রাত সাড়ে ৮টায় সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শান্ত বলেছেন, ‘আশা করি, ভারতের বিপক্ষে আমরা ভালো খেলব।’

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর