ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পুরানের ছক্কার রেকর্ড
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন নিকোলাস পুরানের দখলে। শনিবার বার্বাডোসের কেনিংসটন ওভালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

এদিন যুক্তরাষ্ট্রের দেওয়া ১২৮ রানের জবাবে খেলতে নেমে ৫৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় পায় ক্যারিবীয়রা।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের এই ম্যাচে ১২ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন পুরান। তবে ২৭ রান তুলতে হাঁকিয়েছেন ৩টি ছক্কা। আর এতেই রেকর্ড বইয়ে নাম উঠেছে তার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কা (১৭টি) মারার রেকর্ড এখন তার দখলে। আগের রেকর্ডটি তার স্বদেশী সাবেক ব্যাটার ক্রিস গেইলের ছিল। ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল ২০১২ বিশ্বকাপে ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর