ঢাকা, সোমবার, ১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম দল হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ড
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড চলতি বিশ্বকাপেও সেমিফাইনাল নিশ্চিত করেছে। রবিবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট কেটেছে বাটলারের দল।

কেনসিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ১১৫ রানেই অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র। নির্ধারিত ওভারের আগে যুক্তরাষ্ট্রকে অলআউট করার পেছনে মূল ভূমিকা পালন করেন ইংলিশ পেসার ক্রিস জর্ডান। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পান এই পেসার।

এদিকে ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের বোলারদের কোন সুযোগই দেননি ইংল্যান্ডের দুই ওপেনার বাটলার ও সল্ট। বিশেষ করে বলতে গেলে ইংলিশ অধিনায়ক বাটলার ইংল্যান্ডকে সেমিতে নেয়ার মূল নায়ক। মাত্র ৩৮ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ৬টি চার এবং ৭টি ছক্কার মার। যুক্তরাষ্ট্রের পেসার হরমিত সিংয়ের এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন বাটলার।

দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে ১০ উইকেট ও ৬২ বল হাতে রেখেই জয় পায় ইংল্যান্ড। তাতে সেমিতে যাওয়ার সমীকরণের আগেই জয় তুলে নেয় থ্রি লায়ান্সরা।

ইংল্যান্ড এদিন বোলিংয়েও ছিল দুর্দান্ত। জর্ডান হ্যাটট্রিকের পাশাপাশি ২.৫ ওভারে ১০ রানে নেন ৪ উইকেট। আদিল রশিদ ৪ ওভারে ১৩ রানে ২ উইকেট পেয়েছেন। স্যাম কারানও ২ উইকেট পেয়েছেন।   

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর