ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অ্যান্টিগায় বৃষ্টির হানা
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের যেকোনো ব্যবধানে হারালেই রানরেটের হিসেবে এগিয়ে যাবে উইন্ডিজরা। বিপরীতে দক্ষিণ আফ্রিকা জিতলে তারা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই পা রাখবে সেমিফাইনালে।

কিন্তু অ্যান্টিগায় এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগিতে সবার ওপরে থেকেই সেমিতে যাবে দক্ষিণ আফ্রিকা। আর তাদের সঙ্গী হবে আগেই শেষ চার নিশ্চিত করা ইংল্যান্ড।

এদিকে কমে আসতে ম্যাচের সময়। তবে ফলাফলের জন্য অন্তত ৫ ওভার খেলা হতেই হবে। আর ন্যূনতম এই সময়ে খেলা হলে দক্ষিণ আফ্রিকার টার্গেট হবে ৪৮ রান। 

বৃষ্টি নামার আগে প্রোটিয়ারা ব্যাট করেছে দুই ওভার। কুইন্টন ডি কক আর রিজা হেন্ড্রিকসের উইকেট হারিয়ে তারা করেছে ১৫ রান। 

উল্লেখ্য, দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তাবরাইজ শামসির ঘূর্ণি তোপের পরও নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে বিশ্বকাপের সহআয়োজকরা।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর