ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ক্রিকেটে ডিএলএস পদ্ধতির সহ-উদ্ভাবক ডাকওয়ার্থ আর নেই
অনলাইন ডেস্ক

বৃষ্টিবিঘ্নিত ক্রিকেট ম্যাচের ফল বের করতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির অন্যতম উদ্ভাবক ফ্রাঙ্ক ডাকওয়ার্থ আর নেই। তিনি গত ২১ জুন ৮৪ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে। 

গতকাল মঙ্গলবার ইএসপিএনের এক প্রতিবেদনে ফ্রাঙ্ক ডাকওয়ার্থের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। এর আগে, তার অন্যতম সহযোগী ও নিয়মটির আরেক প্রবর্তক টনি লুইস ২০২০ সালের এপ্রিলে মারা যান। 

আন্তর্জাতিক ক্রিকেটে ডিএল পদ্ধতি প্রথম ব্যবহার করা হয় ১৯৯৭ সালে। সে বছরের ১ জানুয়ারি সর্বপ্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে এই নিয়মের ব্যবহার হয়েছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লক্ষ্য নতুন করে পুনর্নির্ধারণে এ পদ্ধতিকে আইসিসি আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু করে ২০০১ সাল থেকে। ২০১৪ সালে এই পদ্ধতিতে ‘স্টার্ন’ শব্দটি জুড়ে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন করা হয়। 

২০১০ সালের জুন মাসে ডাকওয়ার্থ ও লুইস দু’জনকেই এমবিই (মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার) সম্মাননা দেওয়া হয়।

বিডি-প্রতিদিন/শআ



এই পাতার আরো খবর