ঢাকা, মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ক্রিকবাজের প্রতিবেদন
ঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারেননি, সে কারণেই ভারতের বিপক্ষে তাসকিনকে নেননি কোচ?
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচে খেলতে পারেননি টাইগার পেসার তাসকিন আহমেদ। দলের সহঅধিনায়কের দায়িত্বে থাকা এই ক্রিকেটার পরে এ জন্য সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ আজ মঙ্গলবার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাজকে নিশ্চিত করেছে।

ওই বিসিবি কর্মকর্তা জানিয়েছেন, ঘুম থেকে ঠিক সময়ে উঠতে না পারায় তাসকিন টিম বাস ধরতে পারেননি। ফলে দুই পেসার নিয়ে মাঠে নামতে হয় বাংলাদেশ দলকে। এই ঘটনায় অনেকের চোখ কপালে ওঠে। তাসকিনকে মূল একাদশের বাইরে রাখা নিয়েও প্রশ্ন ওঠে।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, তাসকিনের সাথে ফোনে যোগাযোগ করতে না পেরে বিসিবির এক কর্মকর্তাকে টিম হোটেলে রেখে আসা হয়। এরপর তাসকিনকে মাঠে নিয়ে যাওয়া হলেও বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ বিসিবি কর্মকর্তাদের আপত্তি স্বত্ত্বেও তাসকিনকে আর মূল একাদশে না রাখার সিদ্ধান্ত নেন।   বিসিবির নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা বলেছেন, ‌‘টিম বাস মিস করলেও তাসকিন পরে দলের সাথে যোগ দিয়েছিলেন এটা সত্য।’ ‘তবে কেন তাকে মূল একাদশে রাখা হয়নি সেকথা কেবল কোচই বলতে পারবেন। কারণ তাসকিন ভারতের বিপক্ষে করা গেম প্ল্যানে ছিলেন কিনা তা কেবল হেড কোচই বলতে পারবেন।’ 

ওই বিসিবি কর্মকর্তা আরও বলেন, ‘যদি কোনো ধরনের ইস্যু (কোচ ক্রিকেটার দ্বন্দ্ব) থাকতো, তবে পরের ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে তিনি (তাসকিন) খেলেছেন কীভাবে?’ 

বিসিবির ওই কর্মকর্তা বলেছেন, ‘ঠিক সময়ে উঠতে না পারায় তাসকিন সতীর্থ ও সবার কাছে ক্ষমা চেয়েছেন। সুতরাং এটাকে কোনো ইস্যু বানানোর দরকারই নেই।’ 

ক্রিকবাজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে, এই বিষয়ে কোনো মন্তব্য করতে প্রস্তুত নন বলে জানিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তিনি জানিয়েছেন, তিনি মাঠের পারফর্ম্যান্সেই মনোযোগ দিতে চান।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর