ঢাকা, রবিবার, ৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নাফিস ইকবালকে ব্যাংককে নেওয়া হচ্ছে
অনলাইন ডেস্ক
নাফিস ইকবাল। ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ও জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবালকে আগামীকাল রবিবার ব্যাংককে নেওয়া হবে।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন, নাফিস ভালো আছেন। তবে পরিবারের চাওয়াতে তাকে ব্যাংককে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‌ওরা ব্যাংককে পরিবারসহ যাচ্ছে। এমন না যে অবস্থা খারাপ বলে যাচ্ছে, তা না। ওরা মূলত ফ্যামিলি সিদ্ধান্তে যাচ্ছে। পরিবার চাইছে আর কি এমন না যে, ইমারজেন্সি বলে যাচ্ছে। উনার স্ত্রী-মা যাচ্ছেন, কালকে সকাল ৮টায় মনে হয়। তবে আগের থেকে ভালো আছে।’

জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার ফাহিম মুনতাসির রহমান সুমিত আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, নাফিস ইকবালের গতকাল (শুক্রবার) থেকে শারীরিক অবস্থা ভালোর দিকে। দুপুর ৩টার দিকে এমআরআই করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী মাথায় মৃদু রক্তক্ষরণ হয়, যা আশঙ্কা মুক্ত। উন্নত চিকিৎসার জন্য আগামীকাল (রবিবার) সকাল সাড়ে ৮টায় ইয়ার বাসে করে ব্যাংককের উদ্দেশে রওনা হবে।’

এর আগে গতকাল শুক্রবার নাফিস ইকবাল গুরুতর অসুস্থ হন। তাকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়। গতকাল বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছিলেন, ‘নাফিসের মাইনর স্ট্রোক হয়েছে। তাকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে।’

৩৯ বছর বয়সী নাফিস বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। টেস্টে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি আছে। ওয়ানডেতে আছে দুটি ফিফটি। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১২০টি, লিস্ট ‘এ’ ১১২টি। ২০০৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর