ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারতের কোচ গৌতম গম্ভীরের বেতন কতো?
অনলাইন ডেস্ক

নানা নাটকীয়তার পর ভারতের কোচ হয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। শোনা যাচ্ছিলো বেতন নিয়ে রফাদফা করতেই কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা করতে কিছুটা দেরি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা করলেও বেতন নিয়ে এখনো আলোচনা চলছে। গম্ভীর নাকি এখন বেতনের চেয়ে বেশি ভাবছেন সাপোর্ট স্টাফ নিয়ে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র অবশ্য গম্ভীরের সঙ্গে বেতনের বিষয়ে ধারণা দিয়েছে। ওই সূত্র মতে গম্ভীরেে বেতনের অঙ্কটাও রাহুল দ্রাবিড়ের মতোই হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের দেওয়া তথ্য অনুসারে, দ্রাবিড় ভারতের প্রধান কোচ হিসেবে ১২ কোটি রুপি বেতন পেতেন। তবে গম্ভীর এর চেয়ে বেশিই পেতে পারেন। 

বিরাট কোহলি, রোহিত শর্মারা ম্যাচ ফি বা অন্যান্য সুবিধা ছাড়াই বেতন হিসেবে মাসে ৭ কোটি রুপি পেয়ে থাকেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই রাহুল দ্রাবিড় কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তার জায়গাতেই বসেছেন গম্ভীর।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর