ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোপার ফাইনালে যেমন হতে পারে আর্জেন্টিনার মূল একাদশ
অনলাইন ডেস্ক

লাতিন আমেরিকার ফুটবলের সবেচেয়ে বড় শিরোপা কোপা আমেরিকা। এবার টানা দ্বিতীয়বারের মতো সেই শিরোপা ধরার মিশনে নামছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসি বাহিনী।

যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামেই কোপার এবারের আসরের পর্দা নামবে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। আর্জেন্টিনার জার্সিতে কোপার ফাইনালই হতে যাচ্ছে ডি মারিয়ার শেষ ম্যাচ। 

শ্রেষ্ঠত্বের লড়াই সামনে রেখে কোচ লিওনেল স্কালোনি এরই মধ্যে একাদশও সাজিয়ে ফেলেছেন। আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে চান স্কালোনি। সেমিফাইনালে কানাডার বিপক্ষে খেলা অবিকল দলটাই থাকছে কোপার ফাইনালেও। সেমিফাইনালে শুরু থেকে যে ১১ জন খেলেছেন, তারা ফাইনালেও খেলবেন।

কলম্বিয়া টানা ২৮ ম্যাচ অপরাজিত। কলম্বিয়ার কোচ নেস্তর লরেনৎসোও আবার আর্জেন্টাইন। স্কালোনিকে কোচিংও করানো এই মানুষটা আর্জেন্টিনা দলটাকে ভালোভাবেই চেনেন। 

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগ: গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো। মাঝমাঠ: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগ: আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর