ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোটা আন্দোলন: নীরবতা ভাঙলেন সৌম্য-লিটন-শান্ত
অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল পুরো বাংলাদেশ। প্রতিদিন সেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জনের নিহতের খবর পাওয়া গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশজুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। দেশের এই পরিস্থিতি নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজ থেকে এ নিয়ে তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রায় সবাই শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে শান্তি কামনা করেছেন দেশের মানুষের। এমনকি সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন এসব ক্রিকেটাররা।

এক পোস্টে সৌম্য সরকার লিখেছেন, ‘কোনো সংঘাত না, আলোচনার মাধ্যমে সমাধান হোক সব সমস্যার। প্রার্থনা করি আর কোনো মা যেন সন্তান না হারায়। শান্তি ফিরে আসুক সবার জীবনে।’

রক্তপাত ও সংঘাত বন্ধের পাশাপাশি যৌক্তিক সমাধান চেয়েছেন লিটন দাস, ‘কোথাও কোন রক্তপাত, কোনো মৃত্যুই কেউ চায় না। দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাই আর কোনো ভাইবোনদের ওপর সহিংসতা দেখতে চাই না। চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক। দেশটা আমাদের সবার।’

এর আগে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন ফেসবুকে। যদিও তার সেই স্পষ্ট পোস্ট দেশের চলমান পরিস্থিতি নিয়ে ছিল বলে ধারণা করছিলেন অনেকে। এবার তিনি স্পষ্ট করে লিখলেন, ‘শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন না হয় রক্তপাত। কোনো মৃত্যুই কাম্য নয়, যেকোনো উপায়েই এই রক্তপাত বন্ধ হোক। আসুক শান্তি। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর