ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি শুরু টাইগারদের
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখন পর্যন্ত মাঠে নামা হয়নি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। বেশ কয়েকদিন বিশ্রাম শেষে তারা পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে কয়েকজন দেশের বাইরে, আর টেস্ট দলে থাকা ক্রিকেটাররা যুক্ত হয়েছেন চট্টগ্রামের ক্যাম্পে। সেখানে আগামীকাল (২৫ জুলাই) থেকে তারা দুটি টেস্ট খেলবে।

জানা গেছে, প্রথম টেস্ট ম্যাচটি হবে দুই দিনের। এরপর দুইদিন বিশ্রামের পর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপি। ম্যাচটি শুরু হবে ২৯ জুলাই থেকে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ টাইগার্সের প্রধান কোচ সোহেল ইসলাম।

দু'টি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর আগে ম্যাচ দু'টি শুরু হওয়ার কথা ছিল যথাক্রমে ২৪ জুলাই ও ২৮ জুলাই থেকে। কিন্তু দু'টি টেস্টই একদিন করে পিছিয়ে গেছে।

আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে টেস্টের সিরিজ খেলতে দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। যেখানে ২১-২৪ আগস্ট প্রথম ও ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দলকে দ্বিতীয় টেস্টে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর