ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ছক্কা মারলেই আউট! ২৩৪ বছরের পুরনো ক্লাবের অভিনব সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক

ছক্কা মারলেই আউট। হ্যাঁ, এমনই অদ্ভুত নিয়ম এই ক্রিকেট ক্লাবের। টি-টোয়েন্টি ক্রিকেট, ফ্র্যাঞ্চইজি ক্রিকেটের দুনিয়ায় চার-ছক্কার ফুলঝুরি দেখা না গেলে তো খেলার সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে। কিন্তু ইংল্যান্ডের এক ক্রিকেট ক্লাব এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে। 

প্রায় ২৩৪ বছরের পুরনো সাউথউইক ও শোরহাম ক্রিকেট ক্লাব ব্যাটারদের ছক্কা হাঁকানো নিষিদ্ধ করেছে। সেক্ষেত্রে কোনো প্লেয়ার ছক্কা হাঁকালে তাকে মাঠ ছাড়তে হবে।

আসলে, ইংল্যান্ডে সাউথউইক এবং শোরহ্যাম ক্রিকেট ক্লাব নামে একটি ২৩৪ বছর পুরনো ক্রিকেট ক্লাব রয়েছে, যা পশ্চিম সাসেক্সে অবস্থিত। এই ক্লাবের একটি মাঠ রয়েছে, যার পাশে প্রচুর জনবসতি। এখান থেকে প্রতিদিনই অভিযোগ আসে কারও বাড়ির কাঁচ ভেঙেছে বা কারও গাড়ির কাঁচ ভেঙেছে। কখনও শোনা যেত কারও শেড ভেঙে গেছে। বিভিন্ন সময়ে আরও অনেক ক্ষতির অভিযোগ ক্লাবের কাছে আসতে থাকে। এতে ক্লান্ত হয়ে ক্লাবটি ছক্কা মারার নিয়মটাই বদলে ফেলেছে। ক্লাবের পক্ষ থেকে ছক্কা মারতে নিষিদ্ধ করা হয়েছে। কারণ বল বাউন্ডারি পেরিয়ে গেলে মানুষ প্রায়ই আহত হয়ে থাকেন। 

গলি ক্রিকেটের নিয়ম মেনে নিয়েছে এই ক্রিকেট ক্লাব। তবে এখনও কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

ক্লাব বলছে, এখন থেকে কেউ ছক্কা মারলে তাকে একবার ক্ষমা করা হবে, কিন্তু দ্বিতীয়বার আউট বলে বিবেচিত হবে। 

এই ক্লাবটি ১৭৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ৮০ বছর বয়সি স্থানীয় বাসিন্দা দ্য টেলিগ্রাফকে বলেছেন, ‘এটি একটি খুব ছোট মাঠ এবং এখানে আসা তরুণদের জায়গা দেওয়া যায় না এবং যতদূর সম্ভব বল মারতে চায়।’

এদিকে, ক্লাবের এক খেলোয়াড় বলেছেন, ‘একজন বোলারকে ছক্কা মারা খেলার গৌরবের অংশ। এটাকে আপনি কীভাবে নিষিদ্ধ করতে পারেন? এটা হাস্যকর। এটাকে সরিয়ে দিলে এর আনন্দটাই কেড়ে নেওয়া হল।’ 

অন্য একজন খেলোয়াড় বলেছেন, ‘আজকাল সবকিছুই স্বাস্থ্য এবং নিরাপত্তার উপর ভিত্তি করে এবং বীমা কোম্পানিগুলি দুর্ঘটনাজনিত ক্ষতি বা দর্শকদের আঘাতের ক্ষেত্রে স্পোর্টস ক্লাবগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিশাল ফি চার্জ করছে।’

সূত্র : ডেইলি মেইল।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর