ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টেস্টে এবার হ্যারি ব্রুকের কাছে জায়গা হারালেন বাবর
অনলাইন ডেস্ক

দুঃসময় যেন পিছু ছাড়ছে না পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভরাডুবির পাশাপাশি সমালোচনার মুখে পড়তে হয় নিজের পারফরম্যান্স নিয়ে। এবার লাল বলের ক্রিকেটেও দুসংবাদ পেলেন বাবর। টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিন থেকে চারে নেমে গেছেন তিনি। 

বুধবার পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। তাতে উঠে এসেছে এই চিত্র।

সর্বশেষ হালনাগাদ করা তথ্যে দেখা গেছে ৮৫৯ রেটিং পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছেন কেন উইলিয়ামসন। আর দ্বিতীয় স্থানে থাকা জো রুটের রেটিং পয়েন্ট ৮৫২।  

আর ৪ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে থাকা হ্যারি ব্রুকের ঝুলিতে ৭৭১ রেটিং পয়েন্ট। ৭৬৮ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম আছেন চারে। বর্তমানে টেস্ট সিরিজ নেই পাকিস্তানের। আর এতে নিজেকে প্রমাণের সুযোগও পাচ্ছেন না বাবর। 

২৫ বছর বয়সি ইংলিশ ব্যাটসম্যান হ্যারি ব্রুক শুধু বাবর আজম নয়, ড্যারিল মিচেল, স্টিভেন স্মিথ ও রোহিত শর্মাকে টপকে তৃতীয় স্থান দখল করেছেন।  

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর