ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঘরের মাটিতে প্রথম টেস্ট জয় আয়ারল্যান্ডের
অনলাইন ডেস্ক

ঘরের মাটিতে প্রথম টেস্ট জয় তুলে নিল আয়ারল্যান্ড। টেস্টে এটি তাদের দ্বিতীয় জয়। এ বছরের শুরুর দিকে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া জয়টি ছিল তাদের প্রথম।

বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে ২৫০ রানে শেষ হয় আয়ারল্যান্ডের প্রথম ইনিংস। এতে ৪০ রানের লিড পায় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসেও জিম্বাবুয়ে তেমন রান করতে পারেনি। মাত্র ১৯৭ রানে অলআউট হয় দলটি। এতে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৫৮ রান।

তবে লক্ষ্য তাড়া করতে নেমে ২১ রানে ৫ উইকেট খুইয়ে হারের শঙ্কায় পড়েছিল আয়ারল্যান্ড। এরপর টাকার ও ম্যাকব্রাইন মিলে ১২ রান যোগ করার পর বৃষ্টি নামলে গতকাল তৃতীয় দিনের খেলার ইতি টানেন মাঠের দুই আম্পায়ার।

চতুর্থ দিনের শুরুর আগে পর্যন্ত জিম্বাবুয়ের দিকেই হেলে ছিল ম্যাচের পাল্লা। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে টাকার (৫৬) ও অ্যান্ডি ম্যাকব্রাইনের অপরাজিত ৫৫ রান মোড় ঘুরিয়ে দেয়। টাকার বিদায় নিলেও, ম্যাকব্রাইনকে দারুণভাবে সমর্থন দিয়ে বাকি পথ পাড়ি দেন মার্ক অ্যাডায়ার। ১৫৮ রানের লক্ষ্য ৬ উইকেট হারিয়ে পেরিয়ে যায় আইরিশরা।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর