ঢাকা, শনিবার, ৩ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

রিয়ালই ক্যারিয়ারের শেষ ক্লাব, জানালেন আনচেলত্তি
অনলাইন ডেস্ক

রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমেই নিজের যোগ্যতা দেখিয়েছেন কার্লো আনচেলত্তি। ইনজুরিতে থাকা বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড় ছাড়াই জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা। ক্লাবের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে আনচেলত্তির। এরপর এই দারুণ পথচলা হয়তো শেষ করতে হবে অভিজ্ঞ এই কোচকে। শেষটা এই ক্লাবেই করতে চান তিনি। ওবি ওয়ান পডকাস্টে আলাপকালে নিজেই এই কথা জানান আনচেলত্তি।

রিয়াল কোচ বলেন, ‘আমার মনে হয় এটিই হবে আমার শেষ ক্লাব। যদি কোনো জাতীয় দলে (কোচিংয়ের) সুযোগ থাকে…আমি জানি না। আমি জাতীয় দলের কোচিংয়ে এতটা রোমাঞ্চিত নই, কারণ সেক্ষেত্রে আমি প্রতিদিন যা করতে পছন্দ করি, তা হারাব। আমি যা করি, তা সত্যিই উপভোগ করি।’

কোচ হিসেবে আনচেলত্তির সাফল্য দেখার মতো। সর্বকালের সেরাদের তালিকায় থাকবে তার নাম। তবে নিজের সাফল্য নয়, পাশাপাশি ব্যর্থতার কথাও ভাবতে বলেছেন এই কোচ। তিনি বলেন, ‘কোচ হিসেবে এটা আমার ২৯তম মৌসুম। এটা সত্যি যে, আমি অনেক কিছু জিতেছি, কিন্তু কতগুলো শিরোপা হারিয়েছি, সেটাও কল্পনা করুন।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর