ঢাকা, মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

টাইগারদের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করল পাকিস্তান
অনলাইন ডেস্ক

৪০ ঘণ্টা আগেই বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বাধীন দলে আছেন চার পেসার, ছয় ব্যাটার ও একজন ব্যাটিং অলরাউন্ডার। 

আজ সোমবার সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দল ঘোষণা করে।

বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বুধবার। বাংলাদেশ সময় বেলা সাড়ে এগারোটায় মাঠে গড়াবে খেলাটি।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী। 

চার পেসারের মধ্যে মোহাম্মদ আলীর ক্যারিয়ার দুই টেস্টের, দুটি টেস্টই খেলেছিলেন ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। আর খুররম শাহজাদ এখন পর্যন্ত একটি টেস্টই খেলেছেন, গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

প্রথম টেস্টে পাকিস্তান একাদশ:  আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর