ঢাকা, শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

উয়েফার বিশেষ পুরস্কার পাচ্ছেন রোনালদো
অনলাইন ডেস্ক

২০২২ সালে ইউরো ছেড়ে সৌদিতে পাড়ি দিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ইউরোপ ছাড়ার আগে চ্যাম্পিয়ন্স লিগে এমন এক রেকর্ড গড়ে গেছেন রোনালদো, যা এখনও কেউ তা ভাঙতে পারেননি। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেললেও, ইউরোপে তার অনবদ্য সাফল্যের স্বীকৃতি দিতে যাচ্ছে উয়েফা।

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে সবচেয়ে বেশি গোল এবং সর্বোচ্চ ম্যাচ খেলাসহ অনেক রেকর্ডই আছে রোনালদোর দখলে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে রোনালদোকে তার অবদানের জন্য পুরস্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা নিজেই। মোনাকোয় আগামীকাল বৃহস্পতিবার ২০২৪–২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে পুরস্কার তুলে দেবেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ড্র অনুষ্ঠান। 

রোনালদোকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে উয়েফার বিবৃতিতে সেফেরিন বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়নস লিগের অসংখ্য তারকাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল করার অসাধারণ অর্জন আরও অনেক দিন পর্যন্ত অধরা থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার এই রেকর্ড অতিক্রম করা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে থাকবে।’

শুধু গোল বা ফুটবল না, সেফেরিন প্রশংসা করেছেন রোনালদোর প্রভাব-নিবেদন এবং নৈতিকতার, ‘দুই দশকের বেশি সময় ধরে গোল করায় এবং গোল উদযাপনের জন্য তারুণ্যের আবেগকে ধরে রেখে নিয়মিতভাবে নিজের খেলার বিকাশ ঘটিয়েছেন এবং নিজেকে শাণিত করেছেন। এই মঞ্চে তার পেশাদারত্ব, কাজের প্রতি নৈতিকতা, নিবেদন এবং দ্যুতি ছড়ানোর ক্ষমতার গুণাবলিগুলো সর্বত্র ফুটবলারদের অনুসরণ করা উচিত।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর