ঢাকা, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বাংলাদেশ ভালো খেলেছে, এটা বলতেই হবে: গিলেস্পি
অনলাইন ডেস্ক

রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্ট বৃষ্টির মুখোমুখি। এই টেস্টের প্রথম দিন পুরোটাই বৃষ্টিতে ভেসে গেছে। চতুর্থদিনেও ৪০ ওভারের বেশি খেলা হয়নি বৃৃষ্টির কারণে। এবার বাকি আছে পঞ্চম দিন। এই একটা দিন ভালো কাটলেই বাংলাদেশের সামনে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ। ১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে এরইমধ্যে ৪২ রান তুলে ফেলেছেন টাইগার ওপেনাররা। তাতে জয়ের সঙ্গে ব্যবধানটা কমে এসেছে ১৪৩ রানে।

এদিকে, নতুন দায়িত্ব নিয়েই বেশ বিপাকে পড়তে হয়েছে পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পিকে। ঘরের মাঠে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানেই সিরিজ হারের সম্ভাবনায় আছে স্বাগতিক দল।

চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তান কোচ জেসন গিলেস্পিও বললেন নিজেদের পিছিয়ে থাকার কথা, ‘বলতে দ্বিধা নেই, এ মুহূর্তে বাংলাদেশই এগিয়ে। বাংলাদেশ ভালো খেলেছে, এটা বলতেই হবে।’ 

জেসন গিলেস্পি অবশ্য কন্ডিশনের ওপর দোষ চাপাতে রাজি নন। বাংলাদেশের কৃতিত্ব দেয়ার পাশাপাশি আঙুল তুললেন নিজেদের বোলিংয়ের ওপর, ‘কন্ডিশন নিয়ে আমি খুশি, কোনো আপত্তি নেই। আমাদের পরিকল্পনা হয়ত কাজে আসেনি। আমরা যতটা ভালোভাবে বল করতে পারতাম, তা করতে পারিনি। প্রতিপক্ষ শক্তিশালী। বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে উপায় নেই। তবে আমাদের বোলাররা আরও ভালো করতে পারত।’ 

নিজেদের ভুলটাও পাকিস্তান কোচের কাছে স্পষ্ট, ‘কন্ডিশন দেখে আমাদের মনে হয়েছে এটাই সেরা কম্বিনেশন। আগের ম্যাচের পারফরম্যান্স প্রতিফলন করে আমরা এই ম্যাচে দল সাজিয়েছি। প্রথম ইনিংসে একটা সময় আমরা বাংলাদেশকে চেপে ধরেছিলাম। উইকেট বোধহয় একটু ডাউন ছিল। এসব ক্ষেত্রে আপনি উইকেটের খোঁজে থাকলে হবে না, এটা একটা ট্র্যাপ। আমরা সেই ভুলটাই করেছি।'

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর