ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

চীনকে ৭-০ গোলে বিধ্বস্ত করল জাপান
অনলাইন ডেস্ক

টোকিওর সাইতামা স্টেডিয়ামে ৫০ হাজার দর্শকের সামনে এবার চীনকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো জাপান। চীনা ফুটবলাররা একে একে হজম করে ৭ গোল। তবে কোনো গোল পরিশোধ করতে পারেন তারা।

আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপ-সি’র ম্যাচে মুখোমুখি হয় জাপান ও চীন। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে চীন। ম্যাচের ১২ মিনিটে লিভারপুল মিডফিল্ডার ওয়াতারো এন্ডোর গোলে এগিয়ে যায় জাপান।

প্রথমার্ধের যোগ করা সময়ে সামুরাই ব্লুদের গোল ব্যবধান দ্বিগুন করেন ব্রাইটনের উইঙ্গার মিতোমা। যদিও চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। চলতি বছর জানুয়ারির পর এবারই প্রথম জাতীয় দরের জার্সিতে নামেন মিতোমা।

দ্বিতীয়ার্ধে গোল উৎসবে মাতে জাপান। ৫২ ও ৫৮ মিনিটে দুই গোল করেন মোনাাকোর ফুটবলার তাকুমি মিনামিনো। বদলি হিসেবে নেমে দলকে পঞ্চম গোল উপহার দেন ফরাসি ক্লাব রেইমসের খেলা উইঙ্গার জুনাইয়া ইতো। এর ১০ মিনিট পর দলের ষষ্ঠ গোলটি করেন দাইজেন মায়েদা।

ম্যাচের যোগ করা সময়ে শেষ গোলটি করেন তাকেফুসা কুবো। এর আগে সতীর্থদের দিয়ে দুই গোল করেয়ে ছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের এ উইঙ্গার।

জাপানের কাছে ৭-০ গোলের হারের পর দুঃখ প্রকাশ করেন চীনের কোচ ব্র্যাঙ্কো ইভানকোবভিচ বলেন, এটি ক্যারিয়ারের সবচেয়ে কঠিন রাত। উল্লেখ্য, এর আগে ২০০২ সালে আন্তর্জাতিক ফুটবলে চীনের সবচেয়ে বড় হার ব্রাজিলের বিপক্ষে ৮-০ গোলে। 

বিডি-প্রতিদিন/শআ



এই পাতার আরো খবর