ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

পাকিস্তানের নির্বাচক পদ থেকে পদত্যাগ করলেন ইউসুফ
অনলাইন ডেস্ক

পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক পদ ছাড়লেন মোহাম্মদ ইউসুফ। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইউসুফের পক্ষ থেকে পদত্যাগের খবর নিশ্চিত করা হয়েছে।

নির্বাচক পদ ছাড়ার পেছনে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন ইউসুফ। আর পিসিবি বলেছে, বোর্ডের সঙ্গে অন্য ভূমিকায় কাজ চালিয়ে যাবেন তিনি।

ইউসুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ব্যক্তিগত কারণে পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে পদত্যাগ ঘোষণা করছি। এই দলের সেবা করতে পারা আমার জন্য অনেক সৌভাগ্যের। পাকিস্তান ক্রিকেটের উন্নতি ও সফলতায় অবদান রাখতে পেরে আমি গর্বিত।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর