ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ: মাঠে কি দর্শক থাকবে?
অনলাইন ডেস্ক

অবশেষে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ওমানে বাছাই পর্বের ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। আসরটি ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এটি এখন ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে পুরো বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) থাকছে।

দর্শকদের মাঠে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হয়েছে?

অল্পসংখ্যক দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ৩ হাজার ধারণক্ষমতাসম্পন্ন অস্থায়ী গ্যালারি নির্মাণ করা হয়েছে। ওমানে প্রবেশকারী এবং যারা স্টেডিয়ামে বসে খেলা দেখতে চায় তাদের সবাইকে টিকা দেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। 

সংযুক্ত আরব আমিরাতের সব ভেন্যু সর্বোচ্চ ধারণক্ষমতার প্রায় ৭০ ভাগ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। আবুধাবি স্টেডিয়ামে প্রবেশের জন্য দুই ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক। দুবাই ও শারজায় এর প্রয়োজন নেই। সব ভেন্যুতেই দর্শকদের মাস্ক পরতে হবে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর