ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব
অনলাইন প্রতিবেদক
ফাইল ছবি

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দু’টি উইকেট শিকারের মধ্যদিয়ে এই অনন্য রেকর্ডের মালিক হলেন তিনি। এখন আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের মোট উইকেট সংখ্যা ৬০০। ক্রিকেট ইতিহাসে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট শিকারের পাশাপাশি করেছেন ১২ হাজার রান। 

এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার উপরে উঠে এসেছেন সাকিব। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৬ উইকেট ছিল সাকিব আল হাসানের। বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের রিচি বেরিংটনের উইকেট নিয়ে মালিঙ্গার পাশে বসেন সাকিব। এরপর মাইকেল লিস্ক-এর উইকেট নিয়ে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেয়ার বিশ্ব রেকর্ড গড়েন সাকিব।

৮৪ ম্যাচ খেলে ১০৭ উইকেট নিয়ে শেষ হয়েছে মালিঙ্গার ক্যারিয়ার। আজ প্রথম উইকেট নেওয়ার সময় লঙ্কান কিংবদন্তিকে ছুঁয়ে ফেলেন সাকিব। পরে স্কটিশ ব্যাটসম্যান মাইকেল লিস্ককে ফিরিয়ে এককভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বনে যান সাকিব আল হাসান।

একনজরে চলতি ম্যাচে সাকিবের যত রেকর্ড 

• প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের কীর্তি • ড্যানিয়েল ভেট্টোরির পর দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে ৬০০ আন্তর্জাতিক উইকেট শিকার • আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি (১০৮) উইকেটের মালিক​

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর