ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

উড়ন্ত সূচনার পর ১২৫ রানে থামল আইরিশরা
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে আজকের ম্যাচটি দুই দলেরই বাঁচা-মরার। জিতলে সুপার টুয়েলভে, হারলে বাদ। এমন সমীকরণে প্রথমে ব্যাট করতে নেমে ১২৫ রান করেছে আয়ারল্যান্ড। জয়ের জন্য ১২৬ রান করতে হবে নামিবিয়াকে।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। 

টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন স্টার্লিং ও ও’ব্রায়েন। তাদের উদ্বোধনী জুটিতেই আসে ৬২ রান। ২৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রানের দারুণ এক ইনিংস আসে স্টার্লিংয়ের ব্যাট থেকে। এরপর মাত্র ৫ রান যোগ হতেই বিদায় নেন ২৪ বলে ৩৫ রান করা ও’ব্রায়েনও।

দুই ওপেনারের বিদায়ের পর নামিবিয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় আইরিশরা। এরপর একমাত্র অ্যান্ড্রু বলবার্নি ছাড়া তাদের কোনো ব্যাটার দুই অঙ্কও ছুঁতে পারেননি। আইরিশ অধিনায়ক ২৮ বলে খেলেছেন ২১ রানের ইনিংস।

নামিবিয়ার পক্ষে জন ফ্রাইলিঙ্ক ৩টি, ডেভিড ভিসে ২টি এবং জেজে স্মিট ও বের্নার্ড শোল্টজ নিয়েছেন ১টি করে উইকেট।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর