ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপে: দেখে নিন সুপার টুয়েলভে বাংলাদেশের সূচি
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় ‘বি’ গ্রুপের রানারআপ হিসেবে সুপার টুয়েলভে উঠেছে রিয়াদবাহিনী। ফলে সুপার টুয়েলভের গ্রুপ ‘ওয়ানে’ জায়গা হয়েছে বাংলাদেশের। সেই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও এ গ্রুপের চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা।

আগামী রবিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় এ গ্রুপের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বি গ্রুপের রানার্সআপ দল বাংলাদেশ। ওমান পর্ব শেষ করে আমিরাতে গিয়ে শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি খেলবে টাইগাররা।

সুপার টুয়েলভে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ২৭ অক্টোবর (ইংল্যান্ড), ২৯ অক্টোবর (ওয়েস্ট ইন্ডিজ), ২ নভেম্বর (দক্ষিণ আফ্রিকা) ও ৪ নভেম্বর (অস্ট্রেলিয়া)। অর্থাৎ সেমিফাইনালে উঠতে না পারলে আগামী ৪ নভেম্বরই শেষ হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ। আর নকআউটে নাম লেখালে আরও দীর্ঘায়িত হবে কোটি বাংলাদেশির স্বপ্ন।

একনজরে দেখে নেয়া যাক বাংলাদেশের সুপার টুয়েলভের সূচি

২৪ অক্টোবর - প্রতিপক্ষ শ্রীলঙ্কা, বিকেল ৪টা (শারজাহ) ২৭ অক্টোবর - প্রতিপক্ষ ইংল্যান্ড, রাত ৮টা (আবুধাবি) ২৯ অক্টোবর - প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, বিকেল ৪টা (শারজাহ) ২ নভেম্বর - প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, রাত ৮টা (আবুধাবি) ৪ নভেম্বর - প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, বিকেল ৪টা (দুবাই)

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর