ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তামিম টি২০ থেকে অবসর নিতে চেয়েছিলেন : পাপন
অনলাইন ডেস্ক
তামিম ইকবাল

বিশ্বকাপ টি২০তে খেলছেন না তামিম ইকবাল। তিনি কেন খেলছেন না তার ব্যাখাও দিয়েছিলেন। তবে অনেকেই এখনো বিষয়টি মেনে নিতে পারেননি। এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চেয়েছিলেন। তবে তিনি নিষেধ করায় অবসর নেননি তামিম।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিশ্বকাপে খেলতে না যাওয়া প্রসঙ্গে পাপন বলেছেন, ‌‘তামিম প্রতিটা সিদ্ধান্তই আমার সঙ্গে আলাপ করে নিয়েছে। গত নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই আমাকে জানিয়েছিল যে, সে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে চায়। এই ফর‌ম্যাটে আর খেলতে চায় না। সেসময় আমিই তাকে বলেছি, তুমি এখন এসব কিছু করো না, আগে ঘুরে আসো তারপর দেখা যাবে।’

টি২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের জন্য বাংলাদেশ দলের কড়া সমালোচনা করেছিলেন পাপন। বোর্ড সভাপতির এমন সমালোচনায় অনেকেই বিস্মিত হয়েছেন। তবে এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে পাপন বলেছেন, ‘আমি এখনো বলছি, প্রথম ম্যাচে তাদের পরিকল্পনা, দৃষ্টিভঙ্গি, মনোভাব নিয়ে আমি খুশি ছিলাম না। আমরা যাই বলি না কেন দল ও দেশের জন্য বলেছি। কোনো ব্যক্তির বিরুদ্ধে না।’

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর