ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রিয়াদের মতে ১৭১ রান জয়ের জন্য যথেষ্ট ছিল
অনলাইন ডেস্ক
মাহমদুল্লাহ রিয়াদ

১৭১ রানের শক্তিশালী স্কোর করেও জিততে পারল না বাংলাদেশ। সুপার-১২-র প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল টাইগাররা। ১৭২ টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতে হাতে ৫ উইকেট নিয়ে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। তবে ম্যাচ জিততে না পারলেও অধিনায়ক মাহমদুল্লাহ রিয়াদ মনে করেন, এই ম্যাচ প্রেরণা ও সাহস দিবে ব্যাটিং ইউনিটকে।

তিনি বলেন, ‘স্পিনাররা ভালো বল করেছে। আমরা কিছু সুযোগ হাতছাড়া করেছি। তবে টি-টোয়েন্টিতে এমনটা হতেই পারে। এই ম্যাচ আমাদের ব্যাটিং ইউনিটকে প্রেরণা যোগাবে। পরের ম্যাচের জন্য মুখিয়ে আছি।’

রিয়াদ অবশ্য মেনে নিচ্ছেন, বাংলাদেশের দাঁড় করানো স্কোর জয়ের মতই ছিল। এই ম্যাচের ভুলত্রুটি পরের ম্যাচে শুধরানোর আশা ব্যক্ত করেিতিনি বলেন, ‘আমি মনে করি ১৭১ রান জয়ের জন্য যথেষ্ট ছিল। লিটন দাস ও নাঈম শেখ ভালো শুরু এনে দিয়েছিল। মুশফিকুর রহিম দুর্দান্ত ইনিংস খেলেছে। ১০ম ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। এরপর সবকিছু বদলে যায়। পরের ম্যাচে এই ভুলগুলো শুধরাতে হবে।’

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর