ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হরভজন সিংকে খুঁজছেন শোয়েব আখতার!
অনলাইন ডেস্ক
হরভজন সিং ও শোয়েব আখতার

বিশ্বকাপ মঞ্চে ভারতের বিপক্ষে কোনো জয়ই ছিল না পাকিস্তানের। সেই পাকিস্তানই বিরাট কোহলিদের ১০ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে।

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের একচেটিয়ে আধিপত্যের কারণে পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারকে কটাক্ষ করেছিলেন হরভজন সিং। পরাজয়ের ভয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ভারতের বিপক্ষে মাঠে না নামতে পরামর্শ দিয়েছিলেন।

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে খোঁচা দিয়ে হরভজন সিং বলেছিলেন, ‘তোমরা খেলবে, আবার হারবে।’

এবার রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই রেকর্ড জয় নিয়ে মাঠ ত্যাগ করে পাকিস্তান। দুর্দান্ত জয়ে মোহাম্মদ রিজওয়ান ৫৫ বলে ৭৯ ও অধিনায়ক বাবর আজম ৫২ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। 

এমন জয়ের পর আর নিজেকে ধরে রাখতে পারলেন না ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার। কিছু কথা শোনানোর জন্য হরভজন সিংকে খুঁজছেন তিনি।

নিজের টুইটার একাউন্টে শোয়েব লিখেছেন, ‘কাহা হো ইয়ার হারভাজন সিং? বাংলায়-কোথায় হারিয়ে গেলে বন্ধু হরভজন সিং?’

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর