ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

স্কটল্যান্ডকে পাহাড়সম টার্গেট দিল আফগানিস্তান
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে স্কটল্যান্ডকে পাহাড়সম টার্গেট দিয়েছে আফগানিস্তান। হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ ও নাজিবুল্লাহ জাদরানের ঝড়ো ব্যাটে ১৯০ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য স্কটল্যান্ডকে করতে হবে ১৯১ রান।

সোমবার আরব আমিরতের শারজায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান দুই ওপেনার মোহাম্মদ শেহজাদ ও হজরতউল্লাহ জাজাই। ৫.৫ ওভারে দলীয় ৫৪ রানে ফেরেন শেহজাদ। তার আগে মাত্র ১৫ বলে দুটি চার ও এক ছক্কায় করেন ২২ রান।

৯.৫ ওভারে দলীয় ৪২ রানে ফেরেন আরেক ওপেনার হজরতউল্লাহ। তার আগে ৩০ বলে তিন চার ও তিন ছক্কা করেন ৪৪ রান। 

এরপর রহমানুল্লাহ গুরবাজকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৫২ বলে ৮৭ রানের জুটি গড়েন নাজিবুল্লাহ জাদরান। ১৮.৩ ওভারে দলীয় ১৬৯ রানে ফেরেন রহমানুল্লাহ। তার আগে ৩৭ বলে এক চার আর ৪টি ছক্কায় করেন ৪৬ রান। 

এরপর অধিনায়ক মোহাম্মদ নবীর সঙ্গে শেষ দিকে মাত্র ৯ বলে ২১ রানের জুটি গড়েন নাজিবুল্লাহ জাদরান। ৩৪ বলে ৫টি চার ও তিন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৫৯ রান করে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ। চার বলে দুটি চারের সাহায্যে ১১ রান করেন অধিনায়ক নবী। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর