ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাওয়ার প্লেতে ঝড় তুলে ফিরলেন লুইস
অনলাইন প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রীতিমত ঝড় তুলেছিলেন। অর্ধশতকের পরই সেই ঝড় থেমে যায়। ৬ ছক্কা আর ৩ চারে ৫৬ রানে সাঝঘরে ফিরেন ওপেনার এভিন লুইস। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করেছে উইন্ডিজ।  

দুবাইয়ে প্রথম বলেই রান আউট হতে বসেন লেন্ডন সিমন্স। সিঙ্গেল নিতে গিয়েও ফিরে আসেন উইন্ডিজ ওপেনার। বোলার এইডেন মার্করামের থ্রো স্টাম্প মিস করে। ওই ওভারে মাত্র ৪ রান আসে।

দ্বিতীয় ওভারে কাগিসো রাবাদার গতিতে সুবিধা করতে পারেননি সিমন্স ও ওপেনার এভিন লুইস। মাত্র ২ রান। পরের ওভারে মার্করাম মেডেন দেন।

প্রথম তিন ওভারে মাত্র ৬ রান! এই ক্ষতি ওয়েস্ট ইন্ডিজ পুষিয়ে নেয় চতুর্থ ওভারে। রাবাদাকে চতুর্থ ও পঞ্চম বলে একটি করে চার ও ছয় মারেন লুইস। ১২ রান যোগ হয় স্কোরবোর্ডে।

পরের ওভারে লুইসের তাণ্ডবের শিকার মার্করাম। টানা দুটি ছয়ের পর চার মারেন লুইস, যোগ হয় ১৮ রান। ষষ্ঠ ওভারে আনরিখ নর্টিয়েকে একটি চারে মারেন উইন্ডিজ ওপেনার। অবশ্য পঞ্চম বলে উইকেটকিপার হেনরিখ ক্লাসেন ক্যাচ ফেলে দিলে জীবন পান সিমন্স। ৬ ওভারে উইকেট না হারিয়ে ৪৩ রান করেছিল। এরপরই সাঝঘরে ফিরেন ওপেনার এভিন লুইস। 

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর