ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাশরাফির পোস্টে তোলপাড়, যা বললেন টাইগার বোলিং কোচ
অনলাইন ডেস্ক
মাশরাফি ও ওটিস গিবসন

কঠিন সময় কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের মাঠের বাজে পারফর্মেন্স আর মাঠের বাইরের সমালোচনা নিয়ে তোলপাড় চলছে। ক্রিকেটার, বোর্ড সভাপতি, সমর্থক এবং সাবেক ক্রিকেটাররা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। এর মাঝেই আজ ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট দেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যাতে দলের টিম ম্যানেজম্যান্টকে তিনি 'রিহ্যাব সেন্টার' হিসেবে উল্লেখ করেন।

মাশরাফি তার দীর্ঘ পোস্টের এক পর্যায়ে লিখেছেন, 'এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয় একটা রিহ্যাব সেন্টার। যেখানে সাউথ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচগুলো একসাথে আমাদের রিহ্যাব সেন্টারে চাকরি করছে। এদের বাদ দেওয়া আরও বিপদ, কারণ চুক্তির পুরো টাকাটা নিয়ে চলে যাবে। তাহলে দাঁড়াল কি, তারা যতদিন থাকবে আর মন যা চাইবে তাই করবে। হেড কোচ এক এক করে নিজ দেশের সবাইকে আনছে। এরপর যারা অস্থায়ীভাবে আছে, তাদেরও সরাবে আর নিজের মতো করে ম্যানেজমেন্ট সাজাবে। তাও মেনে নিলাম কিন্তু রাসেল (হেড কোচ) ম্যানেজমেন্ট এর জন্য যেভাবে স্টেপআপ করে, মূল দলের জন্য তাহলে লুকিয়ে কেন? কেন তামিম, মুশফিক, রিয়াদ ভালো থাকে না?এটা ঠিক করা কি তার কাজ না?'

ম্যাশের ব্যক্তিগত ফেসবুক আইডির এই পোস্ট মিডিয়ার কল্যাণে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সিংহভাগ মানুষই বলেন যে, মাশরাফি মূল জায়গায় ফোকাস করেছেন। আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

তার আগে গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসা পেস বোলিং কোচ ওটিস গিবসনের কাছে জানতে চাওয়া হয় মাশরাফির মন্তব্য নিয়ে তার প্রতিক্রিয়া। তিনি বলেন, 'এই ব্যাপারে আমার কোন মতামত নেই। এটা আমার আগ্রহের বা উদ্বেগের বিষয় না। আমাদের দলের বাইরে যে কেউ যা কিছু সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন। সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু দলের ভেতরে কে কী বলল সেটা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা জানি কোচিং গ্রুপ হিসেবে এখানে আমরা কী করছি।'

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর