ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল হবে: ব্রেট লি
অনলাইন ডেস্ক

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় তুলে নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে রবিবার রাতে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। ভারতকে হারানোর পর অনেক কিংবদন্তি ক্রিকেটারই পাকিস্তানকে এখন বিশ্বকাপ জয়ে ফেভারিট মানছেন। তবে অস্ট্রেলিয়ার সাবেক স্পিডস্টার ব্রেট লি'র মতে, ভারত-অস্ট্রেলিয়াই হবে সম্ভাব্য ফাইনালিস্ট। এই দু’দলেরই শিরোপা লড়াইয়ে মুখোমুখি হওযার সম্ভাবনা বেশি।

প্রথমবারের মতো বিশ্বকাপে ভারতকে হারানোয় পাকিস্তানের প্রশংসা ধ্বনিত হয়েছে অস্ট্রেলিয়ান স্পিডস্টারের কণ্ঠে। একই সঙ্গে ভারতকেও ফেবারিট মানছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার, ‘শান্ত হন! ভারত এখনো বিশ্বকাপে ফেবারিট। যদি তারা (ভারত) তাদের সামর্থ্য ও প্রতিভার ওপর বিশ্বাস রাখে, তাহলে তারাই জিতবে। সম্ভবত ভারত-অস্ট্রেলিয়াই ফাইনাল হবে।’

অস্ট্রেলিয়ান স্পিডস্টারের মন্তব্য, ‘সেদিন বিরাট কোহলি চাপের মুখে ফিফটি করেছে। এমনকি শাহিন শাহ আফ্রিদিকে বিরাট ছক্কা মেরেছে। আর লোকেশ রাহুল পেসের হেরফেরে আউট হয়েছে। আইপিএলে সে দুর্দান্ত ব্যাটিং করেছে, কারণ সেখানে দ্রুতগতিতে বোলিং তেমন কেউ করেনি। আর পাকিস্তানি বোলারদের বেশি গতিতেই সে ভড়কে গেছে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর