ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইংল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিল টাইগাররা
অনলাইন প্রতিবেদক
ইংল্যান্ড দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। এদিন আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে বাংলাদেশ দল।

সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের কাছে। এমন লক্ষ্য নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে টাইগাররা।

এদিন ইংল্যান্ডের মঈন আলীর ঘূর্ণিতে প্রথমে ক্যাচ আউট হন লিটন দাস। এর আগে তিনি ৮ বল মোকাবেলা করে ৯ রান করেন। এরপর মঈন আলী নিজের দ্বিতীয় ওভারে নাঈম শেখকে সাজঘরে ফেরান। নাঈম শেখ ৭ বল খেলে মাত্র ৫ রান করেন।

এরপর আবারও ক্যাচ আউট হন সাকিব আল হাসান। তাকে ইংল্যান্ডের বোলার ক্রিস ওকস সাজঘরে ফেরান। এর আগে ৭ বল খেলে মাত্র ৪ রান করেন সাকিব। 

এরপর একে একে ফিরে গেছেন মুশফিক, আফিফ, রিয়াদ, মেহেদী হাসান, নরুল হাসান ও মুস্তাফিজুর রহমান। দলে হয়ে সর্বোচ্চ রান করেন দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম। তিনি ৩০ বল খেলে ২৯ রান করেন। 

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর