ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আবার চোট, নিউজিল্যান্ড ম্যাচে হার্দিককে নিয়ে ধোঁয়াশা
অনলাইন ডেস্ক
হার্দিক পান্ডিয়া

আইপিএল চলাকালীনই চোট পেয়েছিলেন, এরপর সুস্থ হয়ে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে ঢোকেন হার্দিক পাণ্ডিয়া। কিন্তু পাকিস্তান ম্যাচে ব্যাট করার সময় ফের চোট পেয়েছেন তিনি। 

ভারতীয় বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ডান কাঁধে চোট পেয়েছেন হার্দিক। স্ক্যান করা হচ্ছে। এর ফলে নিউজল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন তিনি। তবে আশার কথা চোট গুরুতর নয়। কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। বিসিসিআই-এর এক সূত্র জানিয়ে দিয়েছে, হার্দিক সম্পূর্ণ ফিট। 

পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে বেকায়দায় বিরাট কোহলির ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণবাঁচন না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। হারলে বিদায়ের ঘণ্টা বাজা শুরু হবে। এমতাবস্থায় অলরাউন্ডার হার্দিকের দলে থাকা জরুরি। তিনি দলে থাকলে একজন অতিরিক্ত পেসারের কাজ করে দিতে পারেন। ফলে জাদেজার সঙ্গে বরুণ চক্রবর্তীকে স্পিনার হিসেবে খেলানো যাবে। 

তবে সমস্যা একটাই। অনেকদিন ধরে ফর্মে নেই হার্দিক। চোটের জন্য বল করেননি, করেছেন শুধু ব্যাট। তাও দারুণ কিছু করেননি সাম্প্রতিক কালে। ফলে হার্দিকের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছেই।    

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত



এই পাতার আরো খবর