ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

'ক্রিকেটের পক্ষে আদর্শ বিজ্ঞাপন ভারত-পাকিস্তান ফাইনাল'
অনলাইন ডেস্ক
সাকলাইন মুস্তাক।

সুপার টুয়েলভে প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে দিয়ে বিশ্বকাপে দীর্ঘ ২৯ বছরের খরা কাটিয়েছে পাকিস্তান। চলতি বিশ্বকাপে ফাইনাল ছাড়া দুই চিরশত্রুর আর মুখোমুখি হওয়ার কোনও সম্ভাবনা নেই। পাকিস্তানের অন্তর্বর্তী কোচ সাকলাইন মুস্তাক ফাইনালে ভারত-পাকিস্তানের দ্বৈরথ চান। এক সাক্ষাত্‍কারে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার।

ভারতকে ১০ উইকেটে হারানোর পর নিউজিল্যান্ডকেও ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এর ফলে নক আউটের পথে কার্যত পা বাড়িয়ে রেখেছেন মোহম্মদ রিজওয়ানরা। পাকিস্তানের অন্তর্বর্তী কোচ সাকলাইন মুস্তাক এক সাক্ষাত্‍কারে বলেন, ভারত যদি ফাইনালে খেলতে পারে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। কারণ তারা অনেক শক্তিশালী দল। সবাই ভারতকে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ভাবছে। এই ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলতে পারলে এর চেয়ে ভালো আর কিছু হয় না। বিশ্বকাপে দুইটি ম্যাচ খেললে সম্পর্কও আরও ভালো হবে।

তিনি আরও যোগ করে বলেন, আগের ম্যাচে কোহলি-ধোনিরা যা পরিকল্পনা করেছিলেন তা সবটাই আমরা ভেস্তে দিয়েছি। আমাদের ক্রিকেটাররা ভারতকে হারিয়ে কড়া বার্তা দিয়েছে বিশ্বে। বুঝিয়ে দিয়েছে আমরা সবাই রক্তমাংসে তৈরি। এটা একটা ম্যাচ। এখানে যে কেউ জিততে পারে। দুই দেশের মধ্যে পারস্পরিক শত্রুতা যতই থাকুক, ক্রিকেটে দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এখনও অটুট।

আজ শুক্রবার আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। রাশিদ খান, মুজিব-উর-রেহমানদের বিরুদ্ধে নামার আগে সতর্কই থাকছে পাকিস্তান। পাকিস্তানের অন্তর্বর্তী কোচ সাকলাইন মুস্তাক কোচ মনে করেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মধ্যে যে কেউ খেতাব জয়ের অন্যতম দাবিদার। তবে ভারত-পাকিস্তান ফাইনাল হলে ক্রিকেটের পক্ষে তা আদর্শ বিজ্ঞাপন হবে। শুধু তাই নয়, আইসিসির মুখেও চওড়া হাসি ফুটবে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত



এই পাতার আরো খবর