ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

একাদশে ফিরলেন সৌম্য সরকার
অনলাইন প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ক্যারিবীয়দের বিপক্ষে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের।

এমন সমীকরণের ম্যাচে ইনজুরির কারণে ছিটকে যাওয়া উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার। অন্যদিকে স্পিনার নাসুম আহমেদের জায়গায় একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়াও আজ একাদশে ফিরেছেন শরীফুল ইসলাম।

উইন্ডিজ একাদশেও এসেছে দুই পরিবর্তন। লেন্ডল সিমন্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র বাদ পড়েছেন। দলে এসেছেন রোসটন চেইজ ও জেসন হোল্ডার। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হতে যাচ্ছে চেইজের। আর হোল্ডার গতকালের আগে বিশ্বকাপের মূল দলে না থাকলেও একাদশে ঢুকে গেছেন। তিন নাম্বারে নামার বদলে আজ ওপেন করছেন ক্রিস গেইল।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ 

এভিন লুইস, ক্রিস গেইল, রসটন চেজ, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, রবি রামপাল।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর