ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জয়ের জন্য ১৪৩ রান করতে হবে টাইগারদের
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে জয়ের জন্য ১৪৩ রান করতে হবে বাংলাদেশের। টস হেরে ব্যাট করতে নেমে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

শুক্রবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৪২ রান তুলতে সক্ষম হয় উইন্ডিজ।

ইনিংসের শুরু থেকেই উইন্ডিজকে চাপে রাখতে সক্ষম হয় বাংলাদেশ দল। প্রথম ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এরপর আর লাগাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। 

শেষ দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান নিকোলাস পুরান ও রোস্টন চেজ। ২ রানে জীবন পাওয়া নিকোলাস পুরান ফেরেন ২৩ বলে এক চার ও ৪টি  দৃষ্টিনন্দন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪০ রান করে।

২৭ রানে লাইফ পাওয়া রোস্টন চেজ ফেরেন ৩৯ রানে। নিকোলাস পুরান ও রোস্টন চেজের ব্যাটিং তাণ্ডবের কারণেই ৭ উইকেটে ১৪২ রান তুলতে সক্ষম হয় উইন্ডিজ।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে মুস্তাফিজ ২ উইকেট পেয়েছেন ৪৩ রান খরচে। ২টি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান ও শরিফুল ইসলামও। তাসকিন ৪ ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র ১৭ রান দিয়েছেন। একটি রান আউটও এসেছে তার কল্যাণে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর